শারদীয় আবাহন ।
- The Symbol of Faith
- Sep 30, 2024
- 1 min read
শারদীয় আবাহন ।
(৬ই আশ্বিন ১৩২৯ বঙ্গাব্দ, ইং ২৩সে সেপ্টেম্বর ১৯২২ খৃষ্টাব্দ, শনিবারের “গৌড়ীয়” ১ম বর্ষের ৬ষ্ঠ সংখ্যায় শ্রীগৌড়ীয় মঠ হইতে পুর্ব্ব প্রকাশিত)
সম্মুখেই আনন্দোৎসব। গৌড়দেশবাসী বর্ষার ঘন প্রপাত অতিক্রম করিয়া গগনের নিৰ্ম্মল ইন্দ্রনীল-ঘনশ্যাম শোভা দর্শনে উদ্গ্রীব। অনন্তের পথে বর্ষচক্রের মধ্যভাগে শারদীয় পূজা। হিংসায় আনন্দাভাব। পরমার্থপ্রচাররূপ জীবে দয়ায় শারদীয় মহোৎসব। শরৎ-কালের নামে ভারতবাসীর বিশেষতঃ গৌড়দেশবাসীর আনন্দে দেহ ও মন উৎফুল্ল। বর্ষার অবিরল বারিধারা দেশ গ্রাম ডুবাইয়াছিল, গ্রাম ও নগরের পথ কদ্দমাক্ত করিয়া গমনাগমনের বাধা দিতেছিল, গ্রীষ্মের আতিশয্য
ভাদ্রমাসের প্রখর তপনতাপে কতই না কষ্ট দিতেছিল! এখন সুশীতল শারদীয় আশাসমীরণ শস্যশ্যামলা ভূমির বৃক্ষে অন্নসমস্যার মীমাংসার জন্য ফলদানে মুক্তহস্ত, কদমমুক্ত পথসকল ভ্রমণকারীকে উৎসাহভরে প্রভুজ্ঞানে বক্ষে করিবার জন্য ব্যগ্র, সুতরাং দেহ ও ভোগের তালে তালে নৃত্য করিবার আশা পুষ্ট করিতে অগ্রসর হইতেছে। সন্তান জননীর নিকট সর্ব্বদাই প্রার্থনা লইয়া ব্যস্ত। জননীও স্নেহসিক্তচিত্তে সন্তানের আশাপূরণে আনন্দিতা। সুতরাং প্রার্থী ও পূরণকারিণী নিজ নিজ ভাবে প্রমত্ত হইয়া একই উদ্দেশের সাফল্য বিধান করিতেছেন। কিন্তু এই আনন্দ ত' স্থায়ী নহে। আবেদন- কারী দেহমনোধারী পুত্র আমরা, প্রার্থনা-পূরণকারিণী জননী আমাদের, আমাদের পরস্পরের সম্বন্ধ এত অল্পক্ষণের জন্য কেন? আমরা কি এইভাবে অবিচ্ছিন্ন সম্বন্ধে অবস্থিত হইবার চির সৌভাগ্য লাভ করিব না? ক্ষণেক আনন্দলাভের আশায়, ক্ষণিক প্রার্থনা পূরণ করাইয়া আমরা আমাদের নিরবচ্ছিন্ন আনন্দ, পূর্ণপ্রজ্ঞ নিত্যাবস্থানে জলাঞ্জলি দিয়া হলাদতাপমিশ্র জগতের অক্ষজ প্রতারিত জ্ঞানে দেহ ও মনের ইন্দ্রিয়-সেবায় আর কতদিন কাটাইব?
কাত্যায়নীর যোগ্য পূজাপ্রভাবে তাঁহার কৃপাকটাক্ষ হইলেই আমরা দেহ ও মনের ক্ষণিক মঙ্গলকে সম্বল মনে করিবার চেষ্টা পরিহারপূর্বক কল্যাণ-গুণৈকপারাবারের নিত্যসেবায় উন্মুখ হইতে পারি। এইজনই গৌড়ীয়ের শারদীয়োৎসব এত আদরের!
Comments