top of page

শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ



শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ


শ্রী ভক্তিসিদ্ধান্ত বাণী সেবা ট্রাস্টের পক্ষ থেকে অপ্রাকৃত গৌর বাণীর এক অভিনব প্রচার- প্রসার কৌশল অবলম্বনে শ্রীল বাবা শ্যাম দাস কর্তৃক আয়োজিত সেবা প্রকল্প (শ্রী শ্যাম গো ধাম ও শ্রী সিদ্ধান্ত সরস্বতী শিশু মঙ্গল আশ্রম)বাস্তব রূপায়ণে আপনাদের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি ---

শ্রী রাধাকুন্ড সংলগ্ন -- সূর্য্যকুন্ড কোণই রোড তথা মথুরা-বর্ষাণা হাই ওয়ের সংযোগ স্থলী -- সুরভী গো-শালার নিকট, তহশীল-গোবর্দ্ধন, মথুরা ২৮১৫০৪

শ্রী শ্যাম গো ধাম ও শ্রী সিদ্ধান্ত সরস্বতী শিশু মঙ্গল আশ্রম সেবা পরিকল্পনার বাস্তব রূপায়ণের চেষ্টা সফল করুন

আপসহীন ভাবে পরমসত্যের সংস্থাপনার্থে যাঁর ভজন জীবন সম্পূর্ণ রূপে উৎসর্গীকৃত, যিনি সমগ্র জগতে অপ্রাকৃত হরি কথার বন্যা নিয়ে আসেন, যাঁর অপার করুণায় অকৈতব গুরু-গৌরাঙ্গ তথা গো-মাতার সেবার অপার মহিমা অবগত হওয়া যায়, যাঁর সিংহ নাঁদে ভক্ত বেশধারী দুষ্কৃতগণের তথা প্রাকৃত সহজিয়া গণের কাল ঘাম ছুটে যায়, যিনি বিদেশ যাত্রা তথা লাভ-পূজা-প্রতিষ্ঠাসংগ্রহ অথবা মঠ-মন্দির স্থাপন কিংবা শিষ্য করণ বিষয়ে সম্পূর্ণ নির্লিপ্ত ও উদাসীন থাকেন-তিনি কি তাঁর এই দিব্য সেবা প্রকল্পের বাস্তব রূপায়নে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগীতা আশা করতে পারেন না!


   শ্রীশ্রী গৌর হরি বোল

Commentaires


bottom of page