শ্রীভক্তিবিনোদের গৌরমনোহভীষ্ট-প্রচার
শ্রীভক্তিবিনোদের গৌরমনোহভীষ্ট-প্রচার
—শ্রীশ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর ঠাকুর প্রভুপাদ
শ্রীমদভক্তিবিনোদ ঠাকুর শ্রীচৈতন্যদেবের প্রচারিত কৃষ্ণ, কার্ষ্ণ ও শ্রীনামের সেবার কথাই বাঙ্গালা, ইংরেজী, সংস্কৃত প্রভৃতি বহু-ভাষার জগতে জানাইয়াছেন। গত আড়াই শত বা তিন শত বৎসরের গৌড়ীয়- বৈষ্ণব-জগতের ইতিহাস-হরিসেবার নামে জড়েন্দ্রিয়-পরায়ণতা। দুই- একটা ভজনানন্দী বৈষ্ণব নিজে-নিজে ভজন করিয়া গিয়াছেন। শ্রীল চক্রবর্ত্তী ঠাকুর বা শ্রীপাদ বিদ্যাভূষণ-প্রভৃতি বৈষ্ণবাচার্য্যগণ গ্রন্থরাশির মধ্যে শুদ্ধভক্তির কথা লিখিয়া রাখিয়া বৈষ্ণব-জগতের প্রভূত কল্যাণ করিয়া গিয়াছেন। কিন্তু সর্ব্বসাধারণ্যে শুদ্ধভক্তিকথার প্রচার সেরূপ প্রচুরভাবে দেখা যায় নাই। শ্রীমদ্ভক্তিবিনোদ ঠাকুর শ্রীগৌরসুন্দরের মহাবদান্যতার কথা সর্ব্বসাধারণ্যে প্রচার করিবার জন্য বিশেষ উৎ- সাহান্বিত ও যত্নবান্ ছিলেন। আমার গুরুবর্গ-যাঁহারা এস্থানে এক্ষণে উপস্থিত আছেন- তাঁহারা সকলেই কায়মনোবাক্যে শ্রীচৈতন্য দেবের মনোভীষ্টের কথা প্রচার করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছেন, 'তাঁহারা শ্রীগৌরসুন্দরের কৃপা নিশ্চয়ই পাইবেন।
Comments