শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকম্
- The Symbol of Faith
- Feb 17
- 2 min read

শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকম্
(শ্রীশ্রীমদ্ভক্তি রক্ষক শ্রীধর গোস্বামী মহারাজেণ বিরচিতম্)
ভয়ভঞ্জন-জয়শংসন-করুণায়তনয়নম্ ।
কনকোৎপল-জনকোজ্জ্বল-রসসাগর-চয়নম॥
মুখরীকৃত-ধরণীতল-হরিকীর্ত্তন-রসনম্।
ক্ষিতিপাবন-ভবতারণ-পিহিতারুণ-বসনম্॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥১॥
শরণাগত-ভজনব্রত-চিরপালন-চরণম্।
সুকৃতালয়-সরলাশয়-সুজনাখিল-বরণম্॥
হরিসাধন-কৃতবাধন-জনশাসন-কলনম্।
সচরাচর-করুণাকর-নিখিলাশিব-দলনম্॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥২॥
অতিলৌকিক-গতিতৌলিক-রতিকৌতুক-বপুষম্।
অতিদৈবত-মতিবৈষ্ণব-যতি-বৈভব-পুরুষম্॥
সসনাতন-রঘুরূপক-পরমাণুগচরিতম্।
সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম্॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্॥৩॥
সরসীতট-সুখদোটজ-নিকটপ্রিয়ভজনম্।
ললিতামুখ-ললনাকুল-পরমাদরযজনম্॥
ব্রজকানন-বহুমানন-কমলপ্রিয়নয়নম্।
গুণমঞ্জরি-গরিমাগুণহরিবাসনবয়নম্॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্॥৪॥
বিমলোৎসবমমলোৎকল-পুরুষোত্তম-জননম্।
পতিতোদ্ধতি-করুণাস্তৃতি-কৃতনূতন-পুলিনম্॥
মথুরাপুর-পুরুষোত্তম-সমগৌরপুরটনম্।
হরিকামক-হরিধামক-হরিনামক-রটনম্॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্॥৫॥
শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকের অনুবাদ
যিনি সুবর্ণ কমল-উৎপাদনকারী (অপ্রাকৃত, উন্নত) উজ্জ্বল-রসসাগর হইতে উত্থিত মূর্ত্তি, যাঁহার বিশাল ও কারুণ্যপূর্ণ লোচনযুগল আর্ত্তগণের ভয় নিবারণ ও আশ্রিতগণের বিজয় ঘোষণা করিতেছে, যাঁহার রসনা সমগ্র পৃথিবীকে শ্রীকৃষ্ণ-সঙ্কীর্ত্তনে সর্ব্বদা মুখরিত করিতেছে এবং যিনি জগৎপবিত্রকারী ও ভবতাপবিদূরণকারী অরুণ (কাষায়) বসন পরিধান করিয়া শোভা পাইতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তদীয় শুভ প্রাকট্য-বাসরে আমি পুনঃ পুনঃ প্রণাম করিতেছি ॥১॥
শরণাগত ভজনশীল ভক্তগণ নিত্যকাল যাঁহার শ্রীচরণতলে প্রতিপালিত হইতেছেন, যিনি সরলহৃদয়, সুকৃতিসম্পন্ন সমুদয় সজ্জনগণের বরেণ্য, শ্রীহরিসেবায় বিঘ্নকারিগণকেও যিনি শোধনাঙ্গীকার করিতেছেন এবং যিনি সমস্ত স্থাবর-জঙ্গমের প্রতি করুণার উৎসস্বরূপে নিখিল বিশ্বের অমঙ্গলরাশি খণ্ডন করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রাকট্য-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি॥২॥
যিনি লোকাতীত বিলাসসম্পন্ন, চিত্রকরেরও বাঞ্ছা এবং কৌতুহল-পূর্ত্তিকারী (সুন্দর) (অথবা চিত্রকর ও রতির কৌতুকপ্রদ) শ্রীমূর্তিবিশিষ্ট, দেবতা অপেক্ষাও উন্নতমতি এবং বৈষ্ণব-সন্ন্যাসীদিগের (ত্রিদণ্ডী যতিদিগের) ঐশ্বর্য্যস্বরূপ পুরুষপ্রবর, যিনি সসনাতন-রূপ-রঘুনাথের পরমাণুগত্যময় চরিত এবং শ্রীজীবপাদতুল্য (সুসিদ্ধান্ত-সম্পন্ন) রূপে সুবিচারক সাধুগণ কর্ত্তৃক কথিত হইয়া থাকেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রাকট্য-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি॥৩॥
শ্রীরাধাকুণ্ডতটে স্বানন্দ-সুখদ-কুঞ্জে যিনি নিজ প্রিয়জনের ভজন-পরায়ণ, ললিতাদি ব্রজললনাগণেরও পরমাদর-ভাজন, ব্রজবনে প্রসিদ্ধ কমল-মঞ্জরীর যিনি অত্যন্ত প্রিয় এবং যিনি গুণমঞ্জরীর গরিমা-গুণ দ্বারা শ্রীহরির বাসভবন নির্মাণ করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রাকট্য-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥৪॥
যিনি বিমলানন্দ স্বরূপ বা বিমলাদেবীর প্রসন্নতা বা উল্লাসস্বরূপ, পবিত্র উৎকলে পুরুষোত্তমক্ষেত্রে জন্মলীলা প্রকাশ এবং নূতন পুলিন বা নবদ্বীপে নিজ পতিতোদ্ধার ও (প্রেম-প্রদানরূপ) করুণাবিস্তার-লীলা প্রদর্শন করিয়াছেন, যিনি ব্রজধাম ও পুরুষোত্তমধামসদৃশ গৌরধাম (শ্রীমায়াপুর নবদ্বীপ) পরিভ্রমণ করিয়া ব্রজকাম, বৈকুণ্ঠধাম ও কৃষ্ণনাম নিরন্তর প্রচার করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রাকট্য-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥৫॥
Comments