যোগে অভিযোগ কেন? (পর্ব্ব-১)
শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ
যোগে অভিযোগ কেন? (পর্ব্ব-১)
অজাত শত্রু শ্রীল বাবা মহারাজের সম্বন্ধে আপনাদের আসল অভিযোগটা কি— সেটাইতো আজ পর্য্যন্ত বোঝা গেল না।
তর্কে তর্ক বাড়ে, ভোজনে ভরে পেট, ভজনে ভজন বাড়ে, যাতে যায় ভব রোগ।— এটাই শ্রীল বাবা মহারাজের বিচার ফলে আমরা বড়ই দুঃখিত কারণ আদৌ আমাদের কোনরূপ অসৎ উদ্দেশ্য ছিল না বা নেই যাতে ঐরূপ কঠোর বাস্তব সত্য প্রমাণ গুলো শুনাতে হল আপনাদের, যেহেতু অকারণে আপনারাই বিবাদ শুরু করেছেন। আপনারা আপনাদের সকল নিন্দা পর্ব্বগুলো সংকলনে কেবলমাত্র ইচ্ছুক ভাষাই ব্যবহার করে আপনাদের গোপন ভাবমূর্ত্তির প্রমাণ করে দিলেন। কেন তা জানিনা। শ্রীল বাবা মহারাজ বলেন যে, — “অবুঝ শিশু বাপকেও লাথি মারে তাতে বাপের কি কিছু আসে যায় নাকি?” অর্থাৎ তিনি অদোষদর্শী বলে আপনাদের দ্বারা কৃত কোন দোষই গণনা করেন না আমরা বর্ত্তমানে এই স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে আপনারা যা খুশি লিখতে বা বলতে পারেন মনের সুখে, আমরা আর কোন রূপ উত্তর দেব না কারণ তিনি নিষেধ করে দিয়েছেন সম্পূর্ণরূপে।
তথাপি ওই প্রকার ভুল বুঝাবুঝি থামাতে তিনি কিছু-কিছু প্রাসঙ্গিক লেখনী তথা article প্রকাশ করতে অনুমতি দেন, ফলে আমরা সর্ব্বঙ্গীণ মঙ্গল অন্বেষণে ঐরুপ জনহিতকর সেবাই করতে চাই। স্ব-সাম্প্রদায়িক ভাবমূর্ত্তি নষ্ট হোক— এটা তিনি আদৌ সহ্য করতে পারবেন না। আপনাদের হয়তো মনে আছে যে,— আদি সপ্তগ্রামে তার্কিক-নিন্দুক (মায়াবাদী) গোপাল চক্রবর্তী যখন শ্রীল নামাচার্য্য হরিদাস ঠাকুরকে অকথ্য ভাষায় অপমান করেন– তখন তিনি সকলের দুঃখ দেখে কেবল এইমাত্র উত্তর দেন যে,— “তাঁর কোন দোষ নেই, তাঁর তর্কনিষ্ঠ মন।” ঠিক যেমন শ্রীল রূপ গোস্বামীপাদ শ্রীবৃন্দাবনে ওই দিগ্বিজয়ী পন্ডিতকে নির্বিঘ্নে ভজন অভিনিবেশ রক্ষার্থে অনায়াসে বিজয়পত্র লিখে দিয়েছিলেন, ঠিক তদ্রূপ যদিও বাস্তবিক পক্ষে তাঁর সঙ্গে কারও কোনদিন কোনও বিবাদ ছিল না বা নেই অথবা থাকবে না তথাপি তিনি স্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনাদেরকে জয়পত্র লিখে দিতে রাজি, যদি আপনারা তা চান। তিনি ভালভাবেই জানেন যে কে বা কারা নিজ ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করতে গৃহবিবাদ লাগিয়ে দিয়ে আপনাদেরকে চিরতরে বিপথগামী করে দিতে চায় তাদের বিচার শ্রীবলদাউ জী মহারাজ অবশ্যই করছেন ও করবেন— এই সুদৃঢ় বিশ্বাস মূলে আমরা কেবল অসীম ধৈর্য্য-সহ্যের পরিচয় দিতে চাই মাত্র।
ইতি শ্রীল বাবা মহারাজের অনুগত তথা স্বপার্ষদ শ্রীল প্রভুপাদের আদর্শ অনুসরণকারী।
Opmerkingen