সকলের প্রতি শ্রীল শ্যাম দাস বাবা মহারাজের এক বিনম্র নিবেদন
- The Symbol of Faith
- Nov 30, 2024
- 2 min read

শ্রীশ্রীগুরু-গৌরাঙ্গৌ জয়তঃ
সকলের প্রতি শ্রীল শ্যাম দাস বাবা মহারাজের এক বিনম্র নিবেদন
আশীর্বাদ ধন্য সকল গৌড়ীয় ভক্তগণ,
পূর্ব্ব-পূর্ব্ব গৌড়ীয় গুরুবর্গ তথা বৈষ্ণবগণ প্রতি, এমনকি হইয়াছেন হইবেন যত বৈষ্ণবগন,— সকলের শ্রীচরণান্তিকে সশ্রদ্ধ দণ্ডবন্নতি জ্ঞাপন পূর্ব্বক এক শকাতর ঐকান্তিক প্রার্থনা জানাই যে– বাকি জীবন যেন আমার গৌর বাণী সেবাতেই অনর্গল লেগে থাকে এবং যেন কোনদিনই আমি আপনাদের কৃপাশীর্বাদ থেকে বঞ্চিত না হই।
যদি বাস্তবিকই কেউ আত্মমঙ্গল চায় তবে কোন প্রকার প্ররোচনা মূলক উড়ো-অবাস্তব মিথ্যা অপপ্রচারে আদৌ কোনরূপ ভাবেই কর্ণপাত না করে কেবলমাত্র স্রৌতপন্থায় আগত শ্রীভক্তিবিনোদ গৌরবাণীর সেবায় অর্থাৎ তৎ শ্রবন-কীর্ত্তনে ঐকান্তিকভাবে মনোনিবেশ করতে চেষ্টা করাই উচিত বলে মনে করি, নচেৎ মহামায়ার হাত থেকে আদৌ নিস্তার পাওয়া সম্ভব নয়। জগদগুরু শ্রীল প্রভুপাদ বলতেন যে,— “নিজ ভজন সর্ব্বস্ব— নিরন্তর হরিকথা শ্রবণ-কীর্ত্তন তথা হরিনাম ছাড়বেন না।” বাস্তব সত্যের কীর্ত্তনকারী কদাপি জনপ্রিয়তা লাভ করতে পারেন না কারণ বাস্তব সত্যের গ্রাহক অতীব বিরল। হয়তো সেই কারণেই আমাকে সদা সর্ব্বদা নানা প্রকার আক্রমণের সম্মুখীন হতে হয়। যদিও নিশ্চয়ই আমি কদাপি কারো শত্রু নই, তথাপি আমাকে শত্রু ভেবে নিয়ে অনেকেই বিপদগামী হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে এতে আমি বড়ই ব্যথিত। আপনাদের আন্তরিক সহযোগিতার দ্বারাও অশুভ শক্তিকে বিনাশ তথা উদঘাত করা সহজ নয়। শ্রীল প্রভুপাদ পরমহংস জগৎগুরু বলতেন যে,— “যতদিন পর্য্যন্ত এ জগতে মায়াবাদের প্রচার (তথা প্রভাব) থাকবে ততদিন শুদ্ধা-ভক্তির প্রচার-প্রসার সম্ভব নয়।” তিনি আরও বলতেন যে,— “আমরা সকলেই প্রায় কমবেশি মায়াবাদ বিচারে দূষিত।” গুরু-বৈষ্ণব ভগবান তথা ভগবান্নাম, ধাম, লীলা, ইত্যাদির নিত্যতা বিষয়ে সন্দেহ বা অবিশ্বাস মূলে অযথা ওই সকলের প্রতি আক্রমন করাই মায়াবাদের মূলমন্ত্র, ফলে বর্ত্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদেরও ওই ধরনের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে ফলে ওই সকল বিষয়ে সদা সর্ব্বদা সাবধান থাকাই উচিত বলে মনে হয়। ‘নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে’ শ্রীচৈতন্য চরিতামৃতের ঐ নিছক সত্য পালন করতে গিয়ে যদি আমাকে সর্ব্বাপেক্ষা অধিক বিপদের সম্মুখীন হতে হয় তথাপি তা পালন করে জগতবাসীর কাছে এক অকৈতব পরমসত্যের আদর্শ জ্ঞাপন করাই উচিত, ফলে আজ আমার এই অবস্থা।
ইতি গুরু‐বৈষ্ণবগণের দাসানুদাস
বাবা শ্রী শ্যাম দাস
Comments